ভারতের সূর্যকুমারের কাছে নিজের স্থান হারালেন পাকিস্তানের বাবর আজম

0
119

স্পোর্টস ডেস্ক:: দ্রুতই এমন দিন আসবে হয়তো কল্পনাও করেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুর্দান্ত ফর্ম নিয়ে গিয়ে ছিলেন এশিয়া কাপে। ফিরেছেন ফর্ম হারিয়ে। এশিয়া কাপ জুড়ে ব্যর্থ পাকিস্তানের অধিনায়ক ঘরের মাঠেও ইংল্যান্ডের বিপক্ষে রান পাচ্ছেন।

বেশ কয়েক দিন থেকে ফর্মে নেই। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাই জায়গাও হারাচ্ছেন তিনি। টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান থেকে নামতে নামতে চারে নেমে গেছেন তিনি। সবশেষ তিন নম্বরে ছিলেন। তাকে হটিয়ে তৃতীয় স্থান নিয়েছেন ভারতের ক্রিকেটার সূর্যকুমার যাদব।

আইসিসির সবশেষ প্রকাশতি টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাবর আজমের এই অবনতি হয়েছে। তবে তার স্বদেশী মোহাম্মাদ রিজওয়ান রীতিমতো উড়ছেন। শীর্ষ স্থানে আছেন তিনি। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মাকরাম। বাবরকে হটিয়ে তিনে উঠেছেন সূর্যকুমার যাদব। চারে জায়গা হয়েছে বাবর আজমের।

শীর্ষে থাকা রিজওয়ানের রেটিং পয়েন্ট । দুই থাকা মাকরামের রেটিং পয়েন্ট ৭৯২। তিনে থাকা সূর্যকুমারের রেটিং ৭৮০। তিন নম্বর স্থান হারানো বাবর আজম দ্রুতই ফর্মে ফিরবেন, চেনা রূপে বাইশ গজ শাসন এমন প্রত্যাশা তার সমর্থকদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here