স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ব্রিজটাওনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। এর আগে ইতিমধ্যেই টস হয়ে গেছে ম্যাচের।
সেই টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল।
এই ম্যাচে ভারতের একাদশে অভিষেক হয়েছে মুকেশ কুমারের। এর আগে সিরিজের টেস্ট দিয়ে অভিষেক করানো হয়েছিল মুকেশের। এবার এই পেসারকে ওয়ানডেতেও অভিষেক করানো হলো।
এদিকে এই ম্যাচ দিয়ে ঠিক দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে খেলতে নেমেছেন শিমরন হেটমায়ার। সবশেষ ২০২১ সালের ২৬ জুলাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ব্রিজটাউনে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। ওয়ানডে ক্রিকেটে দুই বছর হলেও, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক বছর পর ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার।
উইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথাঞ্জি, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ইয়ানিক ক্যারিয়াহ, ডমিনিক ড্র্যাকস, জেইডন সিলস ও গুদাকেশ মতি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post