ভারতের হয়ে ইতিহাস গড়লেন শিখর ধাওয়ান

0
18

স্পোর্টস ডেস্ক:: হালের বিরাট কোহলি, রোহিত শর্মা বা মহেন্দ্র সিং ধোনীরাও পারেননি এমন ইতিহাস গড়তে। তবে শিখর ধাওয়ান সেটিই কারলেন। প্রথম ভারতীয় কোনো অধিনায়ক হিসেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছেন তিনি। ক্যারিবিয়ানদের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয় হয়েছে অনেক। তবে হোয়াইটওয়াশ করা হয়নি।

ভারতীয় দলের সেই আক্ষেপ ঘুঁচিয়েছে শিখর ধাওয়ানের নেতৃ্ত্বাধীন ভারতের দ্বিতীয় সারির দল। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া ভারতীয় দল ঘরের মাঠেই ধবল ধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজকে। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানেই। শিখর ধাওয়ান পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে ক্যারিবিয়াদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছেন। সেই সঙ্গে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার রেকর্ডও গড়লেন তিনি।

গত রাতের ম্যাচটিতে অবশ্য বারবার বাগড়া বসিয়েছে বেরসিক বৃষ্টি। দুই দফা বৃষ্টি আঘাত হানায় ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৩৬ ওভারে ২২৫ রানেই। তিন উইকেট খরচ করে এই রান তুলে ভারত। যাতে বড় অবদান ওপেনার শুভমান গিলের। সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার।

বৃষ্টির কারণে ইনিংস লম্বা হয়নি। ৩৬ ওভারেই থেমে যায়। না হলে হলতো ওয়ানডে ক্যারিরের প্রথম সেঞ্চুরি পেয়ে যেতেন শুভমান। দিন শেষে তিনি অপরাজিত থাকেন ৯৮ রানে। কম যাননি অধিনায়ক ধাওয়ান। তিনি নিজেও ব্যাট হাতে ফিফটি করেছেন। দলের সংগ্রহে বড় ভূমিকা রাখেন।

বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ২৫৭ রান। এই রান টপকাতে পারেনি নিকোলাস পুরানের দল। দলটি মাত্র ১৩৭ রান তুলতে পারে। ফলে বড় ব্যবধানে তৃতীয় এক দিনের ম্যাচটি জিতে নেয় ভারতীয দল। সেই সঙ্গে সিরিজ জেতাও নিশ্চিত করে ৩-০ ব্যবধানে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here