ভারতে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে পাকিস্তানের বাবর আজম

0
55

স্পোর্টস ডেস্ক:: ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠেও তাকে। তবে কারোর ক্রিকেট প্রতিভা অস্বীকার করে না কেউ। ভারত তাই নিজেদের পাঠ্য বইয়েও স্থান দিয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার, বর্তমান সময়ের সেরা ব্যাটার বাবর আজমকে।

রাজনৈতিক শত্রুতা ক্রিকেট মাঠেও আছে দুই দলের। কেউ কারো সাথে সিরিজ খেলে না। কেবল মাত্র আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে খেলে থাকে। সেই খেলাও শঙ্কায় আছে। পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে এখনো রাজি হয়নি।

তবে এসব ছাপিয়ে ভারতের স্কুল শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে টিকই জায়গা করে নিয়েছেন গত বছর আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হওয়া বাবর আজম। স্যার গারফিল্ড সোবার্স ট্রফিও জিতেছেন পাকিস্তানের এই তারকা।

ভারতের অষ্টম শ্রেণীর একটি বইয়ের ৪৪ নম্বর পাতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্পোর্টস ক্যাটাগরির অধ্যায়ে সেখানে বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের ছবি ও নাম দিয়ে তাদের ‘নিকনেম’ বা ডাকনাম জানতে চাওয়া হয়েছে।

বইয়ের ওই পাতায় ‘এ’ এবং ‘বি’ দুই কলামে ভারতসহ বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের ছবি ও নাম দেওয়া হয়। সেখানে ‘বি’ কলামে বাবর আজমের সঙ্গে আছেন ভারতের ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহাল ও ক্যারিবিয়ান ক্রিস গেইল।

‘এ’ কলামে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন ও মাহেন্দ্র সিং ধোনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here