ভারতে ইস্টবেঙ্গল জুনিয়র ক্লাবের গোল বন্যায় ভেসে গেলো সিলেটের ক্লাব

0
47

নিজস্ব প্রতিবেদক:ভারতের ঐতিহ্যবাহী ৬৪ তম বরদুলাই  ট্রফিতে ঢাকা অাবহানীর পরির্বতে খেলতে যাওয়া সিলেটের প্রথম বিভাগ ক্লাব বঙ্গবীর ওসমানী ক্লাব প্রথম ম্যাচেই বড় হোচট খেলো।

স্বাগতিক ভারতের আই লীগ চ্যাম্পিয়ান ইস্ট বেঙ্গলের জুনিয়র দলটির কাছে ৬-০ গোলে হেরেছে সিলেটের বঙ্গবীর ওসমানী ক্লাব।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইস্ট বেঙ্গল জুনিয়র দলটির বিপক্ষে মাঠে নামে বঙ্গবীর ওসমানী ক্লাব।

খেলার শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে স্বাগতিক ইস্ট বেঙ্গল। প্রথমার্ধেই ২-০ তে পিছিয়ে যায় বঙ্গবীর ক্লাব।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও উল্টো আরো হজম করে ৪ গোল সিলেটের ক্লাবটি।

প্রধম এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে মোট ৬-০ গোলে শোচনীয় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে অধিনায়ক সোহেলের নেতৃত্বাধীন সিলেটের দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here