স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। টুর্নামেন্ট শুরু হতে একশ দিনও বাকি নেই। তবে ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে কি না পাকিস্তান দল, সেই ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি।
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে এখন পাকিস্তান সরকারের ওপর। দেশটির সরকার অনুমতি দিলেই কেবল ভারতে বিশ্বকাপ খেলতে যাবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদিরা। তবে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
এক সময়ের তারকা ক্রিকেটারের মতে রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের লড়াই থেকে সমর্থকদের বঞ্চিত করা উচিত নয় বলে মনে করেন মিসবাহ। কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত গিয়েছেন পাকিস্তান ফুটবল দল। আর তাই শুধুমাত্র ক্রিকেটকে এভাবে রাজনীতিতে না টানার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধান কোচ ও প্রধান নির্বাচক।
মিসবাহ উল হক বলেন, ‘যখন অন্য স্পোর্টস ইভেন্টে এই দুই দেশের যোগাযোগ আছে, তখন ক্রিকেটে কেন নয়? ক্রিকেটকে রাজনীতির সাথে যুক্ত করা কেন? জনগণকে তাদের দলেরকে একে অপরের বিরুদ্ধে খেলা থেকে বঞ্চিত করা অন্যায়। যারা পাকিস্তান ও ভারতের ক্রিকেট অনুসরণ করে তাদের সাথে এটা করা অবিচার।’
এক সময়ের তারকা আরও বলেন, ‘পাকিস্তানের উচিত বিশ্বকাপ খেলা, সেটা ভারতে হলেও। আমি অনেকবার ভারতে খেলেছি। আমরা সেখানকার সমর্থক আর চাপ উপভোগ করেছি। কারণ এটা আপনাকে অনুপ্রেরণা দেবে এবং ভারতের কন্ডিশনও আমাদের পক্ষে যাবে। ভারতের কন্ডিশনে আমাদের দলের ভালো করার সক্ষমতা আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা