স্পোর্টস ডেস্কঃ ভারতে গিয়ে তাদের বিপক্ষে খেলার সুযোগ মেলে না আফগানিস্তানের। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে আফগানিস্তান দল। আগামী বছর জানুয়ারির শুরুর দিকে রোহিত-কোহলিদের বিপক্ষে সিরিজ খেলবে রশিদ খানরা।
আফগানিস্তানকে আতিথ্য দেওয়ার সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে। এবারই প্রথম ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত ও আফগানিস্তান।
সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। প্রথম টি-টোয়েন্টি হবে পাঞ্জাবের মোহালিতে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৪ ও ১৭ জানুয়ারি। সেই ম্যাচ দুটি হবে যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে।
কিছুদিন আগে বাংলাদেশ সফরের মাঝে ভারতে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আলোচনা চালিয়েছিল আফগানিস্তান। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করে সিরিজের মাঝে অনেকটা গ্যাপ রেখেছিল আফগানরা। তবে শেষ পর্যন্ত আর সেই সিরিজটি হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post