ভারতে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর

0
91

স্পোর্টস ডেস্ক:: আগামি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্টিত হবে ভারতে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বকাপের ফাইনালের জন্য চূড়ান্ত করেছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদকে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্টিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আগামি ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। দশ দলের বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ নভেম্বর। বিসিসিআই বিশ্বকাপের জন্য ১০ স্টেডিয়ামকে প্রাথমিক ভাবে নির্বাচন করে নিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চূড়ান্ত করবে বিশ্বকাপ ভেন্যু।

বিসিসিআই বিশ্বকাপ ভেন্যুর জন্য আহমেদাবাদ ব্যাঙ্গালুরু, দিল্লী, ধর্মশালা, চেন্নাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, লখনৌ, কলকাতা, ইন্দোর, মুম্বাই এবং রাজকোটকে বাছাই করে রেখেছে। ফাইনালের জন্য ভারতের তথা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামকে বাছাই করেছে। ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামটি দর্শক ধারণ ক্ষমতায় বিশ্বের বড় একটি স্টেডিয়াম।

১০ বিশ্বকাপটি আয়োজন হবে ৪৬ দিনে। সেমিফাইনাল, ফাইনালের তিনটি নকআউটসহ ৪৮টি ম্যাচ অনুষ্টিত হবে। আইসিসিই ম্যাচগুলোর জন্য ভেন্যু চূড়ান্ত করবে। স্বাগতিক ভারতসহ বিশ্বকাপে সরাসরি খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here