স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার বাইরের দল লেবানন ও কুয়েত। শঙ্কা থাকলেও ব্যাঙ্গালোরে খেলতে আসছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
পূর্ণ শক্তির দল নিয়ে ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে পাকিস্তান। যদিও তাদের অনুমতি পাওয়া নিয়ে সন্দেহ ছিল। তবে দেশটির সরকার শেষ পর্যন্ত তাদের ফুটবল দলকে ভারত গিয়ে সাফ খেলার ছাড়পত্র দিয়েছে। পাকিস্তানি দৈনিক দ্য ডনের খবর অনুযায়ী, পাকিস্তান ক্রীড়া বোর্ড তাদের ফুটবল দলকে ভারত সফরের অনুমতি দিয়েছে আজ। গতকাল অনুমতি দেয় পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুববিষয়ক বিশেষ সহকারী শাজা ফাতিমা খাওয়াজা টুইটারে করে বলেছেন, সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তান দলের ভারত সফরে সরকারের কোনো আপত্তি নেই।
এবারের সাফে অংশ নিবে বাংলাদেশসহ আট দল। আসর শুরুর আগে বুধবার হয়েছে ড্র। যেখানে শক্তিশালী লেবাননের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লাল সবুজের প্রতিনিধিরা অন্য দু’দল হিসেবে পেয়েছে মালদ্বীপ ও ভুটান। অন্যদিকে রাজনৈতিক কারণে দীর্ঘদিন থেকে বৈরী সম্পর্ক ভারত-পাকিস্তানের। তবে সেটি ভুলে ফুটবলে এক হতে চলেছে দুই দেশ। সাফের গ্রুপ ‘এ’তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, নেপাল ও কুয়েত। আগামী ২১ জুন থেকে শুরু হয়ে জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post