স্পোর্টস ডেস্ক: ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্ণামেন্ট সুব্রত কাপের ( অনুর্ধ্ব -১৪) ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ প্রতিনিধিত্ব করা বাংলাদেশ আঞ্চলিক ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
সেমি -ফাইনালে আজ দুপুরে তারা ট্রাইবেকারে অাফগানিস্তান অনুর্ধ্ব -১৪ দলকে হারিয়ে ফাইনালে পৌঁছায়।
৫০ মিনিটের ম্যাচে কোন দলই গোল করতে সক্ষম হয় নি। অতিরিক্ত ১৪ মিনিটে গোল শূন্য ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে অাফগানকে ৪-২ গোলে হারাতে সক্ষম হয় বিকেএসপি। বিকেএসপি ৪ টি শটের ৪ টিতেই গোল করতে সক্ষম হয়।
অন্যদিকে আফগানদের দ্বিতীয় শট বিকেএসপির গোল কিপার ফিরিয়ে দেয়, অন্য শট বারে লেগে প্রতিহত হয়।
২৯ সেপ্টেম্বর সুব্রত কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে এখনো প্রতিপক্ষ নির্ধারিত হয় নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্কা/০০/১০৪