ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ইন্দোরে

0
41

স্পোর্টস ডেস্কঃ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম থেকে সরানো হলো ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। সংস্কার কাজের পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য এখনও প্রস্তুত নয় ধর্মশালা। গত শনিবার মাঠ পর্যবেক্ষণ করেন পরিদর্শকরা।

সম্প্রতি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি নতুন নিষ্কাশন ব্যবস্থা স্থাপন করে ধর্মশালায়। এতে আউটফিল্ডে বেশ কয়েকটি জায়গায় সমস্যা ধরা পড়ে। আরেকটি প্রতিবন্ধকতা ছিল, গত ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর থেকে এখানে কোনো ক্রিকেটের আয়োজন করা হয়নি।

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ দিল্লিতে এবং শেষ ম্যাচ আমদাবাদে অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ম্যাচে বড় জয় পায় ভারত। নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইনিংস ও ১৩২ রানে। দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here