ভারত-আফগানদের বিদায় করে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা

0
74

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের ফাইনালের সমীকরণ শেষ। সুপার ফোর থেকেই বিদায় ভারত ও আফগানিস্তানের। পাকিস্তানের কাছে আফগানদের এক উইকেটে হারে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল খেলবে ফাইনাল।

সুফার ফোরের দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। নীট রানরেটে পিছিয়ে থেকে দুই ম্যাচে দুই জয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। দুই ম্যাচের দুই হারে তৃতীয় স্থানে আছে ভারত ও দুই ম্যাচের দুই হারে চতুর্থ স্থানে আছে আফগানিস্তান। শ্রীলঙ্কা ও পাকিস্তানের চার করে পয়েন্ট। ভারত ও আফগানিস্তান এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

প্রত্যেক দলের এখনো একটি করে ম্যাচ আছে। আজ মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। যে দল জিতবে তাদের পয়েন্ট হবে দুই। একদলকে পয়েন্ট শুন্য থেকেই বাড়ি ফিরতে হবে। কাল আছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ। যারা জিতবে তাদের পয়েন্ট হবে ছয়। যারা হারবে তাদের পয়েন্ট থাকবে চারই।

সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ফাইনাল নিশ্চিত। কারণ আফগানিস্তান ও ভারত এখনো পয়েন্ট শুন্য। তাদের শেষ ম্যাচে যারা জিতবে তাদের পয়েন্ট দুই হবে। দুই দলকেই বাড়ির পথ ধরতে হবে আজকের ম্যাচ খেলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here