স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ধবলধোলাই করে বাংলাদেশ দল ভারত সফরে। ভারতের সাথে আগের আট টেস্টের সাতটিতেই হার দেখা বাংলাদেশ এবার বেশ ফুরফুরে মেজাজে দারুণ আত্মবিশ্বাস নিয়ে গেছে চেন্নাইতে।
সিরিজের প্রথম টেস্টটি ১৯ সেপ্টেম্বর শুরু হবে চেন্নাইয়ে। সেই ম্যাচের আগে বাংলাদেশকে সতর্ক বার্তা দিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জানিয়েছেন, ভারত আর পাকিস্তান এক নয়, ঘরের মাঠে ভারতকে হারানো খুব খুব খুব কঠীন হবে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বললেন, ‘আমি সব দলকে সম্মান দিয়েই বলছি, ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয়। দেশের মাটিতে ভারতকে হারানো খুব খুব কঠিন। আর ভারত শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ধারাবাহিকভাবে ভালো খেলে।’
চেন্নাইতে বল ঘুরবে মন্তব্য করে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘চেন্নাইতে বল ঘুরবেই, সেটা জানা কথা। কিন্তু কবে থেকে বল ঘুরতে শুরু করবে, সেটাই দেখতে হবে। তবে ভারতীয় ব্যাটাররা এখন যেরকম উইকেটে খেলে আসছে, তাতে বাংলাদেশের স্পিনারদের খেলতে খুব বেশি অসুবিধা হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক০০