স্পোর্টস ডেস্ক:: টেস্টে উন্নতি করছে বাংলাদেশ। সবশেষ আট টেস্টের পাঁচটিতেই জয়। মাত্রই পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। সামনে এবার ভারত। স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর ভারত যাবে বাংলাদেশ দল।
ক্রিকেট বিশ্লেষক, অভিজ্ঞ কোচ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলছেন, ভারত এখন বাংলাদেশকে আগের চেয়ে ‘সমীহ’ করবে। তিনি বলেন, ‘ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। আরও একটু পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবে। আগে হয়ত যেভাবে বাংলাদেশকে দেখতো সেভাবে হয়ত দেখবে না। আমার মনে হয় বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্ত প্রতিপক্ষ।’
ভারতের বিপক্ষে আরো ভাল খেলতে হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলেছি, সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি কিনা সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে আমরা যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে ভারতের ক্ষেত্রে সেটা হয়ত হবে না। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে।’
২০১৯ সালে সবশেষ ভারত সফর করেছিলো বাংলাদেশ দল। প্রায় পাঁচ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০