স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-কানাডার মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারেনি। এ নিয়ে চলতি আসরে বৃষ্টির কারণে ৪টি ম্যাচ বাতিল হলো। শনিবার (১৫ জুন) ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল রাত সাড়ে ৮টায়। কিন্তু মাঠ ভেজা থাকায় টস পর্যন্ত হয়নি, অপেক্ষা শেষে আম্পায়াররা ম্যাচটি বাতিল করে দেন।
কয়েক দফা মাঠ পরিদর্শন করেও ম্যাচ অফিসিয়ালরা খেলার উপযুক্ত মনে করেননি। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে সবশেষ মাঠ পরিদর্শন করেন আম্পায়ার রিচার্ড কেটেলবরা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তারা মাঠ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন বেশ কিছুক্ষণ। তারা নিশ্চিত হন যে মাঠের আউটফিল্ড এখনও ভেজা ও নরম। পাশাপাশি সূর্যেরও দেখা নেই। মাঠ থেকে ফিরে এসে তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এর ফলে উভয় দলের খেলোয়াড়রা পয়েন্ট ভাগাভাগি করে করমর্দন করে মাঠ ছাড়েন।
ভারত ৪ ম্যাচের তিনটিতে জিতে ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করে ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে গিয়েছে। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ৪ ম্যাচের দুটিতে জিতে, একটিতে হেরে ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে শেষ আটে নাম লিখিয়েছে। কানাডা ৪ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। এক ম্যাচ হাতে থাকা পাকিস্তান ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। আর আয়ারল্যান্ড ৩ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post