স্পোর্টস ডেস্কঃ আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত দলে বড় চমক তিলক ভার্মা। আইপিএল মাতিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া এই ব্যাটারকে এশিয়া কাপের দলে রেখেছে বিসিসিআই। চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন লোকেশ রাহুল-শ্রেয়াস আইয়ার। তবে নেই যুজবেন্দ্র চাহালের নাম। এই লেগ স্পিনারকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে।
একসময় চাহাল ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের মূল স্পিনার। সেই বোলার এখন দলের বাইরে। তার বাদ পড়া নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। ঘোষিত দলে থাকা তিন স্পিনারের চেয়ে চাহালকে এগিয়ে রাখছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তিনি জানিয়েছেন চাহালের চেয়ে ভালো কাউকে দেখেন না।
নিজের ইউটিউব চ্যানেলে চাহালকে দলে না রাখায় হতাশ হয়ে হরভজন বলেন, ‘দলে একটি অভাব মনে হচ্ছে আমার। আর তা হচ্ছে যুজবেন্দ্র চাহাল। আপনি যদি একজন ভালো লেগস্পিনারের কথা বলেন, তাহলে চাহাল দারুণ একজন খেলোয়াড়। তার থেকে ভালো লেগি সাদা বলের ক্রিকেটে ভারতে আর নেই। হ্যা, তার শেষ কিছু ম্যাচ ভালো কাটেনি। কিন্তু তা তাকে খারাপ বোলার বানিয়ে দেয়নি।’
হরভজন আরও বলেন, ‘আমার মনে হয় দলে তার থাকা উপস্থিতি প্রয়োজন ছিল। আশা করছি তার জন্য দরজা বন্ধ হয়ে যায়নি। তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ কারণ এবারের টুর্নামেন্ট ভারতে। চাহাল একজন পরীক্ষিত ম্যাচ উইনার। আমি এটা বুঝতে পারছি তার ফর্ম ভালো নয়। আপনি চাইলে তাকে বিশ্রাম দিতে পারতেন। কিন্তু আমার মনে হয় সে যদি দলে থাকতো তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকত। যেকানো খেলোয়াড়ের ক্ষেত্রে বাদ পড়ার পর দলে এসে পারফর্ম করার চাপ থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post