ভারত নয়, বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান

0
45

স্পোর্টস ডেস্কঃ আগামী অক্টোবরে শুরু ওয়ানডে বিশ্বকাপ। এবারের আয়োজক ভারত। তবে সেখানে খেলতে যেতে চায় না তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রাজনৈতিক ইস্যু নিয়ে দীর্ঘদিন থেকে ক্রিকেটীয় সম্পর্ক নেই ভারত-পাকিস্তানের। আর সেই বৈরী সম্পর্ক এবার প্রভাব ফেলতে চলেছে বিশ্বকাপে।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। ভারত এর আগেই জানিয়েছে তারা এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানে গিয়ে খেলবে না। যার জন্য বিকল্প চিন্তা করেছিল পাকিস্তান। সেটিতেও এখন পর্যন্ত রাজি না ভারত। অন্যদিকে অক্টোবরে ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। বৈশ্বিক জোড়া আসর নিয়ে দুই দেশের সমস্যা যেন কাটছেই না।

বৃহস্পতিবার ভারতীয় একটি টিভি চ্যানেলকে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, ‘এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।’

এদিকে পুরো এশিয়া কাপই পাকিস্তান থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় ভারত। এরপর তারা শুধু নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়। যদিও এই বিষয় নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও কোনো সমাধান মেলেনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here