ভারত পরীক্ষায় ফেল করেছি আমরাঃ অস্ট্রেলিয়া কোচ

0
57

স্পোর্টস ডেস্কঃ টানা দুই টেস্টে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। অজিরা পাত্তায়ই পায়নি একদম। দুটি ম্যাচই মাত্র তিন দিনে হেরেছে। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে তুলনামূলক ভালো লড়াই করেছিল অজিরা। দিল্লিতে দ্বিতীয় দিন শেষে এগিয়ে ছিল। কিন্তু হুট করে তৃতীয় দিনে এক সকালেই সব লণ্ডভণ্ড করে দেন রবীন্দ্র জাদেজা।

ভারতের বিপক্ষে স্পিন ট্র্যাকে নিজেদের একেবারের অসহায় আত্মসমপর্ণ করেছে অস্ট্রেলিয়া। নিজেদের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। জানিয়েছেন, ভারত পরীক্ষায় ফেল করেছেন তারা। এর জন্য কোনো অযুহাত দিতে চান না। নিজেরা ভালো ক্রিকেট খেলতে পারেননি।

ম্যাকডোনাল্ড বলেন, ‘দ্বিতীয় দিন শেষে আমরা ভালো অবস্থানে ছিলাম। তৃতীয় দিন আমরা ভালো কিছু করতে পারতাম। কিন্তু ভারত পরীক্ষায় ফেল করেছি আমরা। ব্যাঙ্গালোরে আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম, তাই কোনো অযুহাত দিতে চাই না এখানে।’

এই অজি কোচ আরও বলেন, ‘ভারতের অনেকেই আমাদের পরিকল্পনার চেয়েও বেশি ভালো খেলেছে, যা একটা সময় তাদেরকে সফলতা এনে দিয়েছে। আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। আমাদেরকে আরও ভালো খেলতে হবে, আমাদের বাজে পারফম্যান্স এটা। বলতে দ্বিধা নেই কোনো, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here