স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে স্বাগতিক ভারত ও পাকিস্তান। এমনটাই মনে করে উইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইল। এছাড়া মুত্তিয়া মুরালিধরন ও দিনেশ কার্তিকেরও চাওয়া এই দুই দলের ফাইনাল। এক সাক্ষাৎকারে স্টার স্পোর্টসকে গেইল বলেছেন, ‘ভারত ও পাকিস্তান এবার ফাইনাল খেলবে।’
কিংবদন্তি অফ স্পিনার মুরালিধরন স্টার স্পোর্টসকে বলেছেন, ‘ফাইনালে আমি ভারত ও পাকিস্তানকে চাইবো।’ এছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস জানান, শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে ইংল্যান্ড ও ভারত। তিনি নিজ দেশকে ফাইনালে দেখছেন না।
আরেক সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন দেখছেন ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান সেমিফাইনালে খেলবে বলে মনে হচ্ছে। আমার মনে হয় তারা খুব ভালো ভারসাম্যপূর্ণ দল।
এদিকে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ও ইরফান পাঠান অবশ্য নিজ দেশকেই এগিয়ে রেখেছেন। মাঞ্জরেকার মনে করেন, ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়াকে। আর সাবেক ফাস্ট বোলার ইরফান এক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ হিসেবে বলছেন দক্ষিণ আফ্রিকার কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post