স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে দ্বিতীয় দফায় আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এবার সুপার ফোরে লড়াইয়ে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে হাইভোল্টেজ ম্যাচের টস।
সেই টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন পাকিস্তান দল।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান, ইফতেখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post