স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের ফল হয় নি। ভারত আগে ব্যাট করতে পারলেও পাকিস্তানের আর মাঠে নামা হয় নি। ভেস্তে যায় ম্যাচ। শ্রীলঙ্কার বেরসিক বৃষ্টির মধ্যে আবার দুই পরাশক্তি মাঠের লড়াইয়ে নামছে।
সুপার ফোরের লড়াইয়ে দু’দলের ম্যাচে থাকছে রিজার্ভ ডে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সুপার ফোরে ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, ১০ সেপ্টেম্বর কলম্বোর আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি। বাগড়া দিতে পারে ভারত-পাকিস্তান ম্যাচে। সেক্ষেত্রে দু’দলের খেলা মাঠে গড়াতে পারে রিজার্ভ ডে’তে। রিজার্ভ ডে’র নিয়মানুয়ায়ী, নির্ধারিত দিন যেখান থেকে খেলা বন্ধ হবে, পরের দিন ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে।
সূচি অনুযায়ী, ফাইনালের কোনো রিজার্ভ ডে নেই। তবে ক্রিকইনফো বলছে, কলম্বোর বৃষ্টি মাথায় রেখে ফাইনালের রিজার্ভ ডে থাকবে। যদিও ভেন্যু আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখনো বিষয়টি নিশ্চিত করেনি। তারা শুধু একটি ম্যাচের রিজার্ভ ডের কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০