স্পোর্টস ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপ। হোক সেটা জুনিয়র। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তাদের মাটিতে তাদেরকে হরানো চট্টিখানি কথা নয়। তার ওপর বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারতের বয়স ভিত্তিক ফুটবল। অথচ সেই ভারতকে কিনা তাদের মাটিতেই ২-১ ব্যবধানে হারালো বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভারত বধের নায়ক পিয়াস আহমদ নোভাক। বাংলাদেশের পিয়াসের জোড়া গোলের কাছেই হেরেছে শক্তিশালী ভারত। পিছিয়ে পড়া ভারত সমতায় ফেরে টিকই, তবে প্রথমার্ধেই বাংলাদেশকে আবারো এগিয়ে দেন এই জোড়া গোল দাতা।
ম্যাচের ২৯তম মিনিটে পিয়াসের গোলে লিড নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। মিনিট ছয়েক পরেই সমতায় ফেরে ভারত অনূর্ধ্ব-২৯ দল। ম্যাচের ৩৫তম মিনিটে জানঘেরার গোলে সমতায় ফেরে ভারত। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশকে এগিয়ে দেন জোড়া গোল করা পিয়াস। যোগ করা সময়ের প্রথম মিনিটেই ব্যবধান ২-১ করেন তিনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে স্বাগতিকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে দারুণ খেলা বাংলাদেশ তাদেরকে সেই সুযোগ দেয়নি। নিজেরাও আর ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০