স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই-ভোল্টেজ দ্বৈরথ শুরুর আগেই পূর্বাভাস সত্যি প্রমাণ করে নিউইয়র্কে দেখা মিলল বেরসিক বৃষ্টির। খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে যদিও বৃষ্টি থেমে যায়, তবে বৈরি আবহাওয়ার কারণে কিছু সময় পিছিয়ে দেওয়া হয় টস। অবশেষে কিছুটা বিলম্বে হলেও টস হয়েছে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান দ্বৈরথ ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। দুই দেশের বৈরী সম্পর্কের মতো ২২ গজেও তার উত্তাপ। দ্বিপাক্ষিক সফর বন্ধ থাকায় পাক-ভারত লড়াই এখন আরও বেশি আকাঙ্ক্ষিত। বিশ্বকাপে বরাবরের মতো এবারও আগ্রহের কেন্দ্রে পাক-ভারত মহারণ। এদিকে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন। ফর্ম হারানো আজম খানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে।
ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ১১ জনই আছেন এই ম্যাচে। এদিকে টসের আগে ও পরে বৃষ্টি হানা দিয়েছে নিউইয়র্কে। তবে নতুন সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত ৯টা ২০ মিনিটে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে দিয়েছেন এই ঘোষণা আবারও বৃষ্টি হানা না দিলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯–২০ মিনিটে।
পাকিস্তানের একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post