ভারত ম্যাচের আগে দেশে ফিরবেন মুশফিক

0
36

স্পোর্টস ডেস্কঃ চলমান এশিয়া কাপের মধ্যপথে দেশে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের অভিজ্ঞ এই ব্যাটারকে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবারের ম্যাচের পর ঢাকায় রওয়ানা হবেন তিনি। সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে, আগামী ১৫ সেপ্টেম্বর।

বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মন্ডি দম্পতির সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি দেশে ফিরছেন। ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে ইতোমধ্যে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত বেশ ভালো ফর্মে আছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বাদে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে রানের দেখা পেয়েছেন এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছেন ৬৪ রান। সেই ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে লড়াইয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন।

এদিকে সুপার ফোরের বাকি অংশ বারবার বিঘ্নিত হওয়ার শঙ্কায় আছে বৃষ্টির কারণে। কলম্বোয় টানা বৃষ্টি হচ্ছে। সুপার ফোরের বাকি ম্যাচসহ ফাইনালেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বের ম্যাচটি খেলেছিল পাল্লেকেলেতে। এবার নতুন মাঠে নতুন করে মানিয়ে নিতে হবে দলকে। তবে এখানে আগেও খেলেছে বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নয় ম্যাচ খেলে, সব ম্যাচেই বড় হারের যাতনা আছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here