স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি হবে মহারাষ্ট্রের পুনেতে। এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে চোট পান বিশ্ব সেরা অলরাউন্ডার। ফলে নিশ্চিত নয় তাঁর খেলা।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে- একাদশ নিয়ে! চোট শঙ্কায় থাকা সাকিব যদি খেলেনও এরপরও টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনাই বেশি। ভালো উইকেট ও প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা ভেবে একাদশে ষষ্ঠ একজন বোলার খেলানো হতে পারে।
টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলেন, ‘গতকাল (মঙ্গলবার) ব্যাটিং সেশন হয়েছে। ভালো রানিং বিটুইন দ্য উইকেট। তাকে (সাকিবকে) স্ক্যান করাতে নেওয়া হয়েছে, এখনও রেজাল্ট পাইনি। এখন সে ঠিক আছে। বোলিং আজকে দেখবো। কাল (ম্যাচের দিন) সকালে সিদ্ধান্ত নেব।’
এদিকে আজ যদি বাড়তি বোলার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ তাহলে কে হবেন সেই বোলার? ইংল্যান্ডের বিপক্ষে অফ স্পিনার মেহেদী হাসান ডেথ ওভারে বেশ ভালো বোলিং করে নিয়েছিলেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য আবার তাঁর জায়গায় খেলানো হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। অভিজ্ঞ এই ব্যাটার আটে নেমে মাহমুদউল্লাহর অপরাজিত ৪১ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল ২৪৫ রানের স্কোর। যদিও ম্যাচটি জিততে পারে নি সাকিবের দল।
এদিকে ওপেনার তানজিদ হাসানকে বসিয়েও একাদশে আজ একজন বোলার নিতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে ওপেন করতে হবে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। সবশেষ এশিয়া কাপে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে দারুণ খেলেছিলেন মিরাজ। অন্যদিকে ভারতের ব্যাটিং লাইনআপে ডানহাতি ব্যাটারদের আধিক্যের কারণে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।
পুনের পিচে সাধারণত রানবন্যার পসরা দেখা যায়। সেই হিসেবে দলে বাড়তি বোলার খেলানোর কথায় সংবাদ সম্মেলনে হাথুরু বলছিলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। সম্ভবত উইকেট ও কন্ডিশন বিচারে আমরা ভিন্ন সমন্বয় নিয়ে নামব। এই উইকেটে আদর্শ হচ্ছে বাড়তি বোলার নিয়ে খেলা। কারণ উইকেট খুব ভালো থাকবে। এবং ভারতের ব্যাটিং লাইন-আপ খুব শক্তিশালী। কাজেই আমরা এই বিষয়টা বিবেচনায় রাখছি।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post