স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না এই উইকেটকিপার ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ খেলে দেশে ফিরেছেন মুশফিক। আজ তাঁর শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। আগামীকাল কলম্বোতে দলের সঙ্গে অনুশীলন করে খেলার কথা ছিল ১৫ সেপ্টেম্বর ভারত ম্যাচ।
ভারত ম্যাচের আগে বিসিবি থেকে ছুটি নিয়েছেন মুশফিক। এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছেন, তাঁর স্ত্রী এখনো সুস্থ হননি। এই মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাঁকে ছুটি দেওয়া হচ্ছে।’
এদিকে আরেকটি এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরলে হচ্ছে বাংলাদেশকে। সুপার ফোর পর্বে টানা দুই হারে আগেই কার্যত বিদায় নিশ্চিত ছিল টাইগারদের। তবে অন্য সমীকরণে আশা বেঁচে ছিল সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। শেষ পর্যন্ত সেই আশাও আর পূরণ হলো না। মঙ্গলবার ভারতের কাছে হেরে যায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের এই হারে জটিল এক সমীকরণে টিকে থাকা বাংলাদেশের শেষ আশারও সমাপ্তি ঘটে। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার। আর এজন্যই মুশফিক ছুটি পেয়েছেন বিসিবি কাছ থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০