ভারত ম্যাচে শুধু জয়ে চোখ সাকিবের

0
15

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাদ পড়া বাংলাদেশ মাঠে নামছে আগামীকাল। শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। যারা আগেই নিশ্চিত করেছে আসরের ফাইনাল। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ হারের পরও ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। তখন অন্যান্য দলের ফলাফল এবং নেট রান রেট অনুকূলে থাকা প্রয়োজন ছিলো তাদের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৪১ রানের জয়ে এশিয়া কাপ থেকে বিদায় ঘন্টা বাজে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের।

সুপার ফোরে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারলেও সাকিব বললেন ভারত ম্যাচে তাদের চাওয়া-পাওয়া আছে। শেষ ম্যাচ জিতে দেশে ফিরতে পারলে ভালো হবে বলে জানান সাকিব। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘চাওয়া-পাওয়ার আছে আমরা যদি শেষ ম্যাচও জিতে দেশে যেতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না। এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here