স্পোর্টস ডেস্কঃ রেকর্ড বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার দুঃসংবাদ মার্কাস স্টোয়নিসের চোট। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে অজিরা। আগামী ৮ অক্টোবরের এই ম্যাচে অনিশ্চিত তারকা অলরাউন্ডারের খেলা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন স্টোয়নিস, তবে এখনো সেরে ওঠেননি পুরোপুরি।
স্টোয়নিসের চোট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘মোহালির ম্যাচে চোট পেয়েছে স্টোয়নিস। মোহালিতে ওই ম্যাচে সে সামান্য ব্যথা পায়। পরবর্তীতে আরও পরীক্ষা করে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এখন সে পুনর্বাসনে রয়েছে। প্রথম ম্যাচে তার খেলার ব্যাপারটি এখন ঝুলছে।’
লম্বা সূচির বিশ্বকাপ ভাবনায় স্টোয়নিসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। কোচ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। ম্যাকডোনাল্ড বলেন, ‘প্রথম ম্যাচ থেকে সে এখনও ছিটকে যায়নি। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা তার ব্যাপারে ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম না। সামনে কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ।’
ভারত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post