নিজস্ব প্রতিবেদক:: নারীদের এশিয়া কাপের ফাইনাল কাল শনিবার। এশিয়ান নারীদের শ্রেষ্টত্বের এই লড়াই সিলেটের দর্শকেরা ফ্রিতে মাঠে বসে দেখেছেন। লিগ পর্বের লড়াই শেষে সেমিফাইনালও শেষ হয়েছে।
এবার ফাইনালের লড়াই। এশিয়ার সেরা হওয়ার লড়াই। প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেওয়ার অপেক্ষায় শ্রীলঙ্কা, এশিয়া কাপের শিরোপায় প্রভাব ধরে রাখার লড়াই ভারতের। হারমানপ্রিত কাউর ও চামারি আতাপাত্তুদের লড়াই শনিবার।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সবগুলো ম্যাচের মতো ফাইনালেও রাখছে উন্মুক্ত। সিলেটের ক্রিকেট প্রেমীরা বিনা টিকেটে মাঠে বসে উপভোগ করতে পারবেন মেয়েদের লড়াই। সিলেটের সংগঠকেরা ক্রিকেট সমর্থকদের মাঠে এসে ফাইনাল উপভোগের আমন্ত্রন জানিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০