স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টের পরপরই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে ইংল্যান্ড দল। ভারত সিরিজের জন্য ইংল্যান্ড ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে এই দলেও জায়গা হয়নি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৭৩ টেস্ট উইকেট শিকার করা জেমস অ্যান্ডারসনের।
অ্যান্ডারসন কাঁধের ইনজুরি কারণে বাংলাদেশের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন না। গোঁড়ালির ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন আরেক পেসার মার্ক উড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলটিকেই অপরবির্তিত রেখে দল ঘোষণা করা হয়েছে।
ইংল্যান্ড স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জাফর আনসারী, জনি বেয়ারস্টো , জেক বল, গ্যারি ব্যালেন্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশীদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিম ওকস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বিবা/০০