ভারত সফরে প্রথম জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

0
49

স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে নিউজিল্যান্ড। চলতি ভারত সিরিজে প্রথম জয় এটি কিউইদের। এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানের জয় পায় তাসমান সাগরপাড়ের দেশটি। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। ইশান কিষান ফিরেন মাত্র ৪ রান করে। পরের ওভারেই ফেরেন রাহুল ত্রিপাঠি। রানের খাতাই খোলতে পারেন নি তিনি। ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা শুবমান গিলও তেমন কিছুই করতে পারেননি। এই ওপেনার করেন ৭ রান।

এরপর ভারতের হাল ধরেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। দুজনে মিলে গড়েন ৫১ বলে ৬৮ রানের জুটি।৩৪ বলে ৪৭ রান করে সূর্য ফিরলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ভারত। এর পরপরই অধিনায়ক পান্ডিয়াও আউট হয়ে যান। ২০ বলে ২১ রান করেন তিনি। পান্ডিয়া ও সূর্যকুমার ফেরার পরও ভারতকে জয়ের স্বপ্ন দেখায় সুন্দরের ২৮ বলে ৫০ রানের ইনিংস। যদিও তাঁর এই ইনিংস ভারতকে জয় এনে দিতে পারেনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও কনওয়ের ওপেনিং জুটিতে আসে ৪৩ রান। ২৩ বলে ৩৫ রান করা অ্যালানকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। একই ওভারে সুন্দরের শিকার হন মার্ক চাপমান। রানের খাতাই খোলতে পারেন নি তিনি। এরপর গ্লেন ফিলিপ্সকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার কনওয়ে। তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।

এরপর ফিলিপ্স ফিরে গেলে ড্যারিল মিচেলের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে আর্শদিপ সিংয়ের শিকার হন কনওয়ে।  এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েই মাঠ ছাড়েন মিচেল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের হার না মানা ইনিংস খেলেন মিচেল। এছাড়া ৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন কনওয়ে। ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ভারতের পক্ষে ২২ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন ওয়াশিংটন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here