স্পোর্টস ডেস্কঃ ভারত সিরিজের জন্য দল ঘোষণা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট। মঙ্গলবার ঘোষিত দলে নেই সদ্য বিশ্বকাপ খেলা ট্রেন্ট বোল্ট। এছাড়া বাদ পড়েছেন ওপেনার মার্টিন গাপটিল। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। দুই সিরিজের কোনোটিতেই নাম নেউ বোল্ট ও গাপটিলের।
আগামী ১৮ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে নিউজিল্যান্ড-ভারত। তিন ম্যাচের বাকী দু’টি ২০ ও ২২ নভেম্বর। এরপর মাঠে গড়াবে দু’দলের ওয়ানডে সিরিজ। ২৫ নভেম্বর অকল্যান্ডে শুরু হবে এই সিরিজ। এরপর হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে পরের দুই ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি তিনটি হবে ওয়েলিংটন, মাউন্ট মাঙ্গুনাই ও নেপিয়ারে।
দুই ফরম্যাটের কিউই দলেই জায়গা পেয়েছেন হার্ড হিটিং ওপেনার অ্যালেন। ফাস্ট বোলার অ্যাডাম মিলনে ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে, শেষবার তিনি এই ফরম্যাটে খেলেন ২০১৭ সালে। পিঠের ইনজুরির কারণে সুযোগ হয়নি বেন সিয়ার্স ও কাইল জেমিসনের। বিয়ের কারণে ক্রাইস্টচার্চে তৃতীয় ওয়ানডেতে খেলবেন না অলরাউন্ডার জেমস নিশাম। তার বদলে নিউজিল্যান্ডের স্কোয়াডে ঢুকবেন হেনরি নিকোলস।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ডারিল মিচেল, অ্যাডাম মিলিন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, অ্যাডাম মিলিন, জিমি নিশাম (প্রথম দুই ওয়ানডে), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও হেনরি নিকোলস (শুধুমাত্র তৃতীয় ওয়ানডে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০