নিজস্ব প্রতিবেদকঃ ও য়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৭৭ রানে। এর আগের দুই ম্যাচ ১০ উইকেট ও ৫৮ রানে। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই বাংলাদেশ ১০০ করতে পারেনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিভীষিকাময় সিরিজ থেকে পাওয়া শিক্ষা পরের সিরিজে কাজে লাগাতে চান সহ-অধিনায়ক নাহিদা আক্তার। দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে ভারতের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী টাইগ্রেসরা। নিজেদের ঘাটতি নিয়ে কাজ করে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
এ বিষয়ে আজ নাহিদা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।’ এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সামনেই ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারতীয়রা। সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post