ভারত সিরিজে ম্যাক্সওয়েলকে খেলাবে অস্ট্রেলিয়া

0
50

স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটির জন্য ওয়ানডে সিরিজে খেলবেন না গ্লেন ম্যাক্সওয়েল, আগেই বলা হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেটাও খেলতে পারছেন না তিনি চোটের থাবায়।

অনুশীলনে বাম পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। এই চোটে দেশে ফিরে যাচ্ছেন তিনি। তার জায়গায় ডাকা হয়েছে ম্যাথু ওয়েডকে। অবশ্য গোড়ালিতে পাওয়া চোট খুব একটা গুরুতর নয় ম্যাক্সওয়েলের। যদিও বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া।

এদিকে আসন্ন এই সফর থেকে আগেই ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলা হচ্ছে এই দুই তারকার। জানা গেছে, হাতের কব্জির চোটে ভুগছেন স্মিথ। আর এই চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।

এদিকে গ্রোয়িনের সমস্যায় ভূগছেন স্টার্ক। যার কারণে ওয়ানডে দলে তার খেলা হচ্ছে না। এই দুজনের বদলি নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে স্মিথের পরিবর্তে ডাক পেয়েছেন মার্নাস ল্যাবুশানে।

আর ম্যাক্সওয়েলের চোট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘আমরা একটু সতর্কতা অবলম্বন করছি, কারণ গ্লেন (ম্যাক্সওয়েল) যে কোনও ক্ষেত্রেই পরের সপ্তাহে বাড়ি ফিরছেন (সন্তান সম্ভাব্যের জন্য)। ফলে বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে ফিরে পেতে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here