নিজস্ব প্রতিবেদকঃ ২৪ ঘন্টারও কম সময় বাকি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে। শুক্রবার দশম আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের প্রতিপক্ষ আসরের নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, এর আগেও তিন বার শিরোপা জিতেছে কুমিল্লা।
রেকর্ড চার বারের চ্যাম্পিয়নরা আরও একবার শিরোপার জন্যই মুখিয়ে থেকে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। বরাবরের মতো এবারও সব দেশি-বিদেশি তারকাদের সংমিশ্রণে দল গঠন করেছে ভিক্টোরিয়ান্সরা। তবে এবার দলটি নিজেদের নেতৃত্বে পরিবর্তন নিয়ে এসেছে। অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
প্রথমবার নেতৃত্ব পাওয়া লিটন আশার কথা শুনিয়েছেন টুর্নামেন্টকে ঘিরে। জানিয়েছেন, অনেক ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে কুমিল্লা। আর এই দল নিয়ে শতভাগ দিয়ে খেলতে চান এখন তিনি। তবে বাকি দলগুলোকেও সমীহ করছেন
গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন দাস বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সব দলই ভালো। ব্যাটে-বলে যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমাদের শতভাগ ক্রিকেটটা খেলতে হবে। আমি মনে করি আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। যতগুলো ক্রিকেটার আছে, সবাই ম্যাচ জেতানোর মতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post