স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ গোল উৎসব করে ম্যাচ জিতেছে ভালেন্সিয়ার বিপক্ষে। গত রাতে প্রতিপক্ষের জালে গোল উৎসবের ম্যাচটি তারা জিতেছে ৫-১ ব্যবধানে। দুটি করে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।
রিয়ালকে শুরুতে এগিয়ে নেন দানি কারভাহাল। পরে দুটি করে গোল করেন দুই ব্রাজিলিয়ান ভিনি ও রদ্রিগো। শেষ দিকে সফরকারীদের হারের ব্যবধান কমান হুগো দুরো। লিগে এক ম্যাচ পর ফের জয়ের স্বাদ পেল রিয়াল। গত রাউন্ডে রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা।
তিন মিনিটে টনি ক্রুসের পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান কারভাহাল। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান ভিনি। ডান দিক থেকে রদ্রিগো নিচু ক্রস বাড়ান বক্সে, ছুটে গিয়ে নিচু হয়ে বুক দিয়ে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। ৫০ মিনিটে ২৫ গজ দূর থেকে শটে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি।
পরের মিনিটে জালের দেখা পান রদ্রিগো। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেয়ে জালে জড়ান ব্রাজিয়ান উইঙ্গার। ৮৪ মিনিটে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন রদ্রিগো। ৮৮তম মিনিটে হাফ ভলিতে ব্যবধান কমান ভ্যালেন্সিয়ার দুরো। শেষ মুহূর্তে সফরকারীদের আরেকটি প্রচেষ্টা ফিরিয়ে দেন লুনিন।
১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভালেন্সিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post