স্পোর্টস ডেস্ক: নিয়মিন টেস্ট ক্রিকেট থাকা ইংল্যান্ডকে প্রায় ১৪ মাস পর খেলতে নামা বাংলাদেশ ভালোই ভুগিয়েছে। টেস্ট জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশাই হতে হয়েছে টাইগার ভক্তদের। তবুও ভালো খেলেছে বাংলাদেশ।
টাইগারদের এমন দুর্দান্ত খেলায় প্রশংসা করেছেন দলপতি মুশফিকুর রহিম। জুনিয়র-সিনিয়রদেরকে তিনি প্রশংসায় ভাসিয়েছেন।
অল্প রানে হারলেও টেস্টের প্রথম চারদিনই সমান লড়াই করেছে বাংলাদেশ। এ থেকেই বুঝা যায় নিয়মিত টেস্ট খেলুড়ে ইংল্যান্ড দলকে সহজেই জিততে দেয়নি টাইগাররা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক মুশফিকের বক্তব্য, ‘আমরা ৯০ থেকে ৯৫ ভাগ ভালো খেলেছি। প্রথম চারদিন আমাদের সবাই দুর্দান্ত খেলেছে। সিনিয়ররা অনেক দায়িত্ব নিয়ে খেলেছে। সবাই নিজেদের সক্ষমতা দেখিয়েছি। জুনিয়ররাও অনেক ভালো করেছে।’
প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালো খেলার কথা তুলে মুশফিক বলেন, ‘আমরা প্রথম ইনিংসে যা ভুল করেছি, তা দ্রুতই বুঝতে পেরেছি। যার কারণে দ্বিতীয় ইনিংসে আমরা প্রথম ইনিংসের তুলনায় অনেক ভালো খেলতে পেরেছি।’
বাংলাদেশ অধিনায়ক এই টেস্টে আলাদা করে সাকিব-তামিম-ইমরুল-সাব্বির-মেহেদির পারফরম্যান্সের বিষয়ে উচ্ছ্বাসিত মন্তব্য করেন। তবে মুশফিকের কণ্ঠে হতাশা ঝরে দ্বিতীয় ইনিংসে নিজের ইনিংস বড় করতে না পারার জন্য।
মুশফিক যোগ করেন, ‘এই উইকেটে খেলা খুব টাফ। আমাকে প্রতিটি রান অনেক কষ্ট করে নিতে হয়েছে। তবুও বলছি আমার ইনিংসটা আরও একটু বড় করতে পারলে অনেক ভালো লাগতো। আপনি ১০০ করেন, ৭০ করেন কিংবা ৮০ করেন। আপনাকে প্রতিটি বলেই নতুন করে খেলতে হবে। কারণ প্রতিটি বলই নানা বৈচিত্র নিয়ে হাজির হয়েছে। তাই আমরা বাজে বলের জন্য অপেক্ষা করেছি, হাফভলি ও ফুলটসের জন্য অপেক্ষা করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০