ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ফিরলেন লিটন

0
9

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার করা ২৭৯ রান তাড়ায় সপ্তম ওভারেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের পর লিটন দাসকেও আউট করলেন দিলশান মাদুশঙ্কা। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। উইকেটে এখন অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত।

মাদুশঙ্কার দারুণ এক ইয়র্কার গিয়ে লাগে লিটনের বুটে। আম্পায়ার মারাই এরাসমাস আউট দিতে বেশি সময় নেননি। শান্তর সাথে অল্প সময় কথা বলে লিটন রিভিউ করেননি। সপ্তম ওভারের মধ্যে নেই দুই ওপেনার। ২৮০ রানের জয়ের লক্ষ্যে উঠেছে ৪১ রান। এর আগে দলীয় ১৭ রানে ফিরেন তানজিদ হাসান তামিম। তাকেও ফেরান মাদুশঙ্কা। টানা ব্যাট হাতে ব্যর্থ এই বাঁহাতি আজও ফিরেছেন ৫ বলে ৯ রান করে।

২ চার ও ২ ছক্কায় ২৩ রান করা লিটন বল খেলেন ২২টি। আউট হওয়ার আগের ওভারে কাসুন রাজিথাকে পরপর দুই বলে ছক্কা মারেন লিটন। সেই ছন্দ টেনে নিতে পারলেন না তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here