ভাষার মাস নিয়ে বিপিএলে বিসিবির বিশেষ উদ্যোগ

0
50

নিজস্ব প্রতিবেদকঃ ‘আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ -রক্তে রাঙানো সেই ভাষা আন্দোলনের মাস এখন চলমান। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরবোজ্জ্বল। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছিল। যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত। ভাষার মাসে মিরপুরে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বেশ কয়েকদিন আগে বিপিএল শেষ হয়ে যাওয়ায় তেমনভাবে উদযাপনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভাষার মাস পালনে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) মিরপুরে বিপিএল ম্যাচ চলাকালীন থাকছে বিশেষ আয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শুক্রবারের ম্যাচে ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন। ম্যাচের শুরু ও শেষের পরও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচের আগে সাক্ষাৎকার হবে বাংলাতে। সেই সঙ্গে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হবে তাই। যদিও সেসময় তা ইংরেজিতে অনুবাদ করে দেয়া হবে। ম্যাচ খেলতে নামা চারটি দলই বিশেষ ধরনের একটি আর্মব্যান্ড পররে মাঠে নামবেন। ক্রিকেটারদের আর্মব্যান্ডে বাংলা বর্ণমালা লেখা থাকবে। এছাড়াও থাকছে আরও নানা আয়োজন।

১০ ফেব্রুয়ারির ম্যাচে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে গৃহীত বিশেষ কার্যক্রম:
১) সকল ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পরবেন।

২) ধারাভাষ্যকারগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। ( ইংরেজি ও বাংলায়)

৩) বাংলাদেশি ধারাভাষ্যকারগণ বাংলাতে ধারাভাষ্য দিবেন এবং বিদেশী ধারাভাষ্যকারেরাও তাদের ধারাভাষ্যর সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

৪) খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেয়া হবে বাংলায়।

৫) ম্যাচ-পরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেয়া হবে বাংলাতে (প্রয়োজন ভেদে ইংরেজিতে – শুধু মাত্র বিদেশী খেলোয়াড়দের জন্য যদি তাদের কেউ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন)।

৬) সকল দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ বাহু বন্ধনী পরবেন।

৭) মাঠে থাকা এলইডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here