স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে রোববার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। যার ফলে লাভ হয়েছে আর্সেনালের। অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জন স্টোন্স সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আলেক্সিস মাক অ্যালিস্টার।
ম্যাচ শেষে লিভারপুল কোচের যাবতীয় ক্ষোভ ভিএআর কর্মকর্তার ওপর। এর আগে ম্যাচের একেবারে শেষদিকে এসে সিটির বক্সে হেড করার চেষ্টা করছিলেন অ্যালিস্টার। তাকে আটকানোর চেষ্টায় তার বুকে লাগে সিটির জেরেমি ডোকুর বুট। লিভারপুলের ফুটবলাররা তখনই ফাউলের দাবি করেন। কিন্তু তাতে কান দেননি রেফারি।
ম্যাচ শেষে ইয়ের্গুন ক্লপ বলেন, ‘বুকে আঘাত করেছে। এর আগে কি সে বল স্পর্শ করেছে? হ্যাঁ। মাঠের যে কোনো পজিশনেই পা এতটা ওপরে উঠলে তা কি পার্থক্য গড়ে দেয়? কেউ বলে কিক করতে পারে, তার পর তার পা উঠে যায় এখানে এবং এরপরও সে পার পেয়ে যায়। ভিএআর কক্ষে থাকা লোকটির কেন মনে হলো, এটা স্পষ্ট ও নিশ্চিত নয়? লাঞ্চে কী খেয়েছে সে! এটা শতভাগ পেনাল্টি ছিল। তারা (রেফারিরা) একটি ব্যাখ্যা অবশ্যই বের করবে। তবে মাঠের যে কোনো জায়গাতেই এটা শতভাগ ফাউল ছিল এবং সম্ভবত হলুদ কার্ডও ছিল প্রাপ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post