স্পোর্টস ডেস্ক: সব সময়ই দর্শক, সতীর্থ খেলোয়াড়দের বিনোদন দিয়ে থাকেন ওয়েস্টইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। নাচে, গানে নানা মাধ্যমে বিনোদনের খোড়াক জোগান তিনি। এবার তাই বিপিএল নিয়ে রাজশাহী কিংসের সমর্থকদের বিনোদন দিলেন। বাংলায় রাজশাহীার আঞ্চলিক ভাষায় ভিডিও বার্তায় দিয়েছেন দলটির সমর্থকদের।
রাজশাহী কিংসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসার আগে সমর্থকদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা পাঠান ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডার। পুরো ভিডিও বার্তায় ইংরেজিতে কথা বললেও শেষ অংশে বাংলায় কথা বলেন তিনি। রাজশাহীর আঞ্চলিক টানে স্যামি বলেন, ‘টেনশন লিয়েন না গো, আমি আইসা পড়েছি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ড্যারেন স্যামি। তবে এবারের আসরে দল পরিবর্তন করে যোগ দিয়েছেন রাজশাহী কিংসে। শুধু তাই নয়, বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসকে নেতৃত্বও দিবেন এই ক্যারিবিয়ান।
ভিডিও বার্তায় ড্যারেন স্যামি রাজশাহী কিংসে যোগ দেওয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিপিএলে আবারও যুক্ত হতে পেরে ভালো লাগছে। এবার নতুন দল রাজশাহী কিংসে যোগ দিচ্ছি। আশা করছি দলটির হয়ে সেরা পারফর্ম করতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০