ভিডিওতে দেখুন সমর্থককে লাথি মেরে গ্রেফতার হলেন আর্জেন্টাইন ফুটবলার

0
32

স্পোর্টস ডেস্ক: হার সহ্য করতে না পেরে প্রতিপক্ষের সমর্থককে লাথি মেরে গ্রেফতার হয়েছেন আর্জেন্টিনার এক ফুটবলার। চিলির লিগ ম্যাচে নিজ দলের বাজে হার সহ্য করতে না পেরে বিপক্ষ দলের এক সমর্থকের মুখে মার্শাল আর্ট কায়দায় লাথি মেরে বসলেন সিবাস্তেইন পোল নামের এ স্ট্রাইকার।

লিগের ম্যাচে অডেক্স ইতালিয়ানোর হয়ে দেপোর্তিভো ইউনিভার্সিদাদ ক্যাটোলিকার বিপক্ষে মাঠে নেমেছিলেন ২৮ বছর বয়সী সিবাস্তেইন। তবে ম্যাচে ৪-১ ব্যবধানে হেরে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেননি তিনি। গ্যালারিতে থাকা এক সমর্থকের উসকানিমূলক কথা শুনে লাথি দিয়ে বসেন তিনি। যা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখা যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন এই দৃশ্যও দেখা যায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here