স্পোর্টস ডেস্ক:: ‘ড্র’ করে কোপা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়ছে ব্রাজিল। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটি।
ব্রাজিলের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি প্যারাগুয়ে। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের এক গোলে হজম করেছে এক হালি গোল। একটি গোল পরিশোধ করলেও বেশ লড়াই করে প্যারাগুয়ে।
লাতিন আমেরিকার দুই দলের ম্যাচটি দিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলও ফিরলা দুর্দান্ত রূপে। নিজেদের প্রথম ম্যাচে জিততে না পারা ব্রাজিলকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিলো। দ্বিতীয় ম্যাচে্ই সব সমালোচনা থামিয়ে দিলো ব্রাজিলিয়ানরা।
প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচের শুরুতে দুই দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। লড়াই করতে থাকে প্রায় সমানে সমান। তবে শেষ পর্যন্ত জ্বলে উঠেন ভিনিসিউস জুনিয়রই। ম্যাচের ৩৫তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে দেন দলকে। মিনিট আটেক পরেই পরেই ব্রাজিলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সেভিও।
এগিয়ে যাওয়া ব্রাজিলকে বিরতির আগে আরো এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। প্রথমার্ধের যােগ করা সময়ের পঞ্চম মিনিটের নিজের জোড়া গোল পূর্ণ করে তিনিন। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দরিভাল জুনিয়রের দল।
বিরতির পর প্যারাগুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ম্যাচের ৪৮তম মিনিট ওমর আলদেরাতির গোলে ব্যবধানও কমায় দলটি। ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ৩-১। মিনিট পনেরোর পরপরই ব্রাজিল আবারো ব্যবধান বাড়ায়। সুযোগ করে দেয় প্যারাগুয়েই। বিপদজনক সীমানায় হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে। ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পাকোতা ব্রাজিলের গোলের হালি পূর্ণ করেন। তাতেই ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কোপার ফেবারিটরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post