স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি আর কোনো ক্লাবের ডাগ আউটে দাঁড়াতে চান না। আনচেলত্তি ঐতিহ্যবাহীয় ক্লাবটিতেই শেষ করতে চান কোচিং ক্যারিয়ারের। বিদায়ের আগে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের হাতে দেখতে চান ফিফা বর্ষসেরা পুরস্কার।
ইতালিয়ান এই কোচ নিজের এমন ইচ্ছের কতা জানিয়েছেন। ক্লাবটির সঙ্গে আনচেলত্তির চুক্তির আছে ২০২৬ সাল পর্যন্ত। এরপরই অবসরে যেতে চান তিনি। কাজ করতে চান না অন্য কোনো ক্লাবের সঙ্গে।
তবে ক্লাব পর্যায়ে কোচিং না করালেও জাতীয় দলের প্রস্তাব পেলে বিবেচনা করবেন আনচেলত্তি। নিজের শেষটা নিয়ে আনচেলত্তি ‘ওবি ওয়ান পডকাস্ট’কে বলেন, ‘আমি মনে করি এটিই হবে আমার শেষ ক্লাব। যদি একটি জাতীয় দলের জন্য কাজের সুযোগ আসে, আমি জানি না কী করবো। আমি একটি জাতীয় দলের কোচিংয়ে এতটা আগ্রহী নই। কারণ আমি যা পছন্দ করি তা হারিয়ে ফেলবো। আমি যা করছি তা সত্যিই উপভোগ করি।’
প্রায় সব শিরোপাই জেতা কোচ আনচেলত্তি বলেন, ‘কোচ হিসেবে এটা আমার ২৯ নম্বর সিজন। এটা সত্যি যে, আমি অনেক জিতেছি। কিন্তু কতগুলো শিরোপা হারিয়েছি তা কল্পনা করুন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post