স্পাের্টস ডেস্ক:: গত বছর ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্টানে কেন যাননি ভিনিসিউস জুনিয়র, এবার জানালেন সেই কারণ। ব্রাজিলিয়ান তারকার এই অনুষ্ঠানে না যাওয়া নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তার চেয়েও বেশি সমালোচনা হয়েছে এই পুরস্কার তিনি না পাওয়ায়।
ফিফা ব্যালন ডি’অরের গত বছরের পুরস্কার নিয়ে তোলপাড় হয়েছে। সবার ধারণা ছিলো দুর্দান্ত মৌসুম কাটানো ভিনিসিউস জুনিয়র পুরস্কারটি পাবেন। এক প্রকার নিশ্চিতই ছিলো। তবে শেষ মূহুর্তে গিয়ে জানা যায়, ব্রাজিলিয়ান তারকা নয়, সেরার এই পুরস্কার পাচ্ছেন রদ্রিগো।
রদ্রিগোর পুরস্কার প্রাপ্তির বিষয়টি জানাজানি হলে রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান বয়কট করে। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া হয়নি মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের। সেই অনুষ্ঠানে কেন যাননি এবার সেটা নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান তারকা। তিনি জানিয়েছেন, ক্লাবের মানার কারণেই যাননি তিনি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল। ম্যাচটির আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভিনিসিউস। সেখানে ব্যালন ডি’অর বয়কট নিয়ে তিনি বলেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’
পুস্কারটি জিততে না পারা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’
রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়তে চান জানিয়ে তিনি বলেন ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০