স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনা দল ঘোষণা করেছে আগের দিন। এবার ব্রাজিলও ফিফা প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করলো। কাতার বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোচ বিহীন ভিনিসিউস জুনিয়ররা। এবারের দুই ম্যাচেও স্থায়ী কোচ নেই দলটির। অস্থায়ী কোচ মেনেজেস প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের জায়গা হয়নি দলে। মূলত চোটে থাকায় কোচ মেনেজেস ব্রাজিল ফুটবলের বড় এই তারকাকে দলে রাখেননি। প্রত্যাশিত অন্যান্য সব তারকাই আছেন।
ব্রাজিলের ফুটবল কর্তারা আগেই জানিয়েছেন, ভিনিসিউসকে বর্ণবাদী আক্রমণের কারণে ফিফা উইন্ডোতে এই দুই প্রীতি ম্যাচ খেলবেন তারা আফ্রিকান দলগুলোর বিপক্ষে। ১৭ জুন স্পেনের বার্সেলোনায় প্রথম প্রীতি ম্যাচে প্রতিপক্ষ গিনি। পতুর্গালের রাজধানী লিসবেনে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সেনেগাল।
ব্রাজিল দল : গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, এভারটন; ডিফেন্ডার: ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, ভিনিসিউস জুনিয়র, দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আয়ারটন লুকাস; মিডফিল্ডার: আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জুয়েলিটন; আক্রমণভাগ: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো ও রনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post