স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের ম্যাচে ভিনিসিউস জুনিয়র-রদ্রিগোর গোলে রোমাঞ্চকর এক জয় পেয়েছে দলটি। ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে শাখতারকে।
ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। প্রতিপক্ষও কম যায়নি। দুই গোলে পিছিয়ে পড়ার পর এক গোল শোধ করে ম্যাচ ফেরারও চেষ্টা করে তারা। তিন গোলের ম্যাচটির সবক’টি গোলই এসেছে প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় আক্রমণ-পাল্টা আক্রমণই হয়েছে। তবে রিয়াল একের পর এক আক্রমণ করেছে প্রতিপক্ষের ঢেরায়। সাফল্য খুব একটা পায়নি দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে করা রদ্রিগো ও ভিনিসিউসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে দলটি।
ম্যাচের ১৩তম মিনিটেই রদ্রিগোর দারুণ এক গোলে লিড নেয় রিয়াল। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে আরো এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। ম্যাচের ২৮তম মিনিটেই তার গোলে রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া শাখতার প্রথমার্ধেই ব্যবধান কমায়। ম্যাচের ৩৯তম মিনিটে জোবেকের গোলে ব্যবধান ২-১ করে ফেলে দলটি। তবে ২-১ ব্যবদানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর খেলা শুরু হলে কার্লো আনচেলত্তির দল ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ করেও শাখতারের রক্ষণে আর প্রবেশ করতে পারেনি তার শিষ্যরা। প্রতিপক্ষরাও রিয়ালের রক্ষণ ফাঁকি দিতে পারেননি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তিন ম্যাচের তিনটি জিতে গ্রুপ এফে রিয়াল গ্রুপের শীর্ষস্থান আরো শক্ত করলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০