ভিনিসিয়াসের কাছে ক্ষমা চাইলেন লা লিগা প্রধান

0
100

স্পোর্টস ডেস্কঃ গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচ শেষ হওয়ার আগে মেজাজ হারিয়ে তর্কে জড়ান ভিনিসিয়াস জুনিয়র। যা রূপ নেয় হাতাহাতিতে। শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবে সেই লাল কার্ড নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। তাই লা লিগা কর্তৃপক্ষ সেটি প্রত্যহার করে নিয়েছে। পাশাপাশি ভিএআর প্রধানকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াসকে নিয়ে কড়া কথা শুনিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তবে তাঁকে এই অবস্থান থেকে সরে আসতে হয়েছে। তেবাস ক্ষমা চেয়েছেন ভিনির কাছে। তিনি জানিয়েছেন তাঁর করা টুইটের ভুল ব্যাখ্যা হয়েছে।

ইএসপিএন ব্রাজিলকে তেবাস বলেন, ‘আমি আমার গোটা ওয়ার্ক টিমকে এটাই বলি। যখন অনেক লোকে বা একটা বড় অংশের মানুষ কোনো বার্তা একটি নির্দিষ্টভাবে বুঝে নেয়, তখন তারাই সঠিক। কাজেই আমাকে দুঃখপ্রকাশ করতেই হবে। কারণ আমার বার্তা লোকে বুঝতে পারেনি, বিশেষ করে ব্রাজিলে।’

তেবাস আরও বলেছেন, ভিনিকে ব্যক্তিগত আক্রমণের কোনো ইচ্ছা তাঁর ছিল না; ‘এজন্যই আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ আমার মনে হয়, আমার বার্তা ও যে ইচ্ছা থেকে এটা লিখেছিলাম, এটির গুরুত্বপূর্ণ অংশটুকু লোকে বুঝতে পারেনি। বিশেষ করে ব্রাজিলে। ভিনিকে আক্রমণ করার ইচ্ছে আমার ছিল না। বরং এটা পরিষ্কার করে দিতে চাইছিলাম যে, স্রেফ এক মাস আগেই লা লিগার পদক্ষেপকে সমর্থন করে ভিনি ভিডিও দিয়েছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here