স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আবারও বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। রোববার ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নিতে যাওয়া রিয়াল মাদ্রিদ ম্যাচ হেরেছে ১-০ গোলে। হারার আগে বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। ম্যাচ শেষ হওয়ার আগে মেজাজ হারিয়ে তর্কে জড়ান এই ফরোয়ার্ড। যা রূপ নেয় হাতাহাতিতে। শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
বর্ণবাদের শিকার ভিনির পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘বর্ণবাদের যে কোনো কাজ, যেমনটা আমরা ভিনির প্রতি দেখেছি, এসবের নিন্দা জানানো উচিত। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার আগে সে একজন মানুষ। তাকে রক্ষা করতে হবে এবং বার্সা কোচ হিসেবে আমার অবস্থানকে ব্যবহার করব তাকে রক্ষা করতে।’
এদিকে ভিনির স্বদেশী সাবেক তারকা রোনালদো নাজারিও বলেন, ‘আবারও লা লিগায় বর্ণবাদের একটি পর্ব দেখতে পেলাম। যেটি ঘটেছে ভিনির সঙ্গে। এটি ততক্ষণ পর্যন্ত ঘটবে, যতক্ষণ দায়মুক্তি এবং যোগসাজশ থাকবে। রেফারি, ফেডারেশন এবং কর্তৃপক্ষও কোনো পদক্ষেপ না নিলে এটি চলতে থাকবে। আমি মনে করি, এখন আমাদের লড়াইয়ের সময়। ভিনি তুমি সামনে এগিয়ে চলো। আমাকে তোমার আন্দোলনের সঙ্গী ভেবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post