স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঢেরায় শক্তি বাড়াতে কাজ করছে দলগুলো। প্রায় প্রতিটি বিশ্বকাপের আগেই দেখা যায়, স্বাগতিক তারকা কাউকে দলে বিশেষ পদে নেয় বিভিন্ন দেশ। এতে স্থানীয় কন্ডিশন, উইকেট, দলগুলোর শক্তিমত্তা নিয়ে জানা যায় আরও বেশি পরিমাণে। বিশ্বকাপ বা বড় কোনো আসরের আগে এমনটা প্রায়ই করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও একই পথে হাঁটছে পিসিবি। দলটি আসন্ন বিশ্বকাপে মেন্টর হিসেবে স্যার ভিভ রিচার্ডসকে দলে ভেরাতে যাচ্ছে। এই ক্যারিবিয়ান কিংবদন্তির সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছে পিসিবি। সেই যোগাযোগ ধরে রাখা হয়েছে পিসিবির পক্ষ থেকে।
যদিও তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। কেননা বিশ্বকাপে ব্রডকাস্টের পক্ষ থেকে চাহিদা রয়েছে ভিভ রিচার্ডসের কাছে। আইসিসির হয়ে ধারাভাষ্য কক্ষে এই কিংবদন্তির দেখা মিলতে পারে। তবে তিনি এখনও কোনো চুক্তিতেই স্বাক্ষর করেননি। তাই কোন দায়িত্ব বেঁছে নেন, সেই নিয়ে রয়েছে সংশয়।
পাকিস্তানের ক্রিকেটে অতীতে কাজ করেছেন ভিভ রিচার্ডস। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের সাথে কাজ করছেন। যেখানে ভালো করায় পিসিবির উপরমহল খুশি। এবার তাই জাতীয় দলে ভিভ রিচার্ডসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পিসিবি। বিশেষ করে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ অংশে ভিভ রিচার্ডসের পরামর্শ কাজে লাগবে বলে মনে করে পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post